মেহেরপুর, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, গাইবান্ধা ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর-
মেহেরপুর : গাংনী উপজেলার নিশিপুর গ্রামে গতকাল মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুল হক (৪০) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ : সোনারগাঁয় উপজেলার পিরোজপুরে গতকাল রাতে বাসের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী লরি উল্টে নিহত হয়েছেন কান্তি রানী নামে এক নারী। এ দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে শুক্রবার সন্ধ্যায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম সুমন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আধ ঘণ্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ট্রাক ভাঙচুর করেন।
গাইবান্ধা : গতকাল সকালে সাঘাটার উল্যাবাজারে অটোরিকশার ধাক্কায় সোহম সাহা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোহম ওই এলাকার সুজন সাহার ছেলে।
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় গতকাল মালবাহী টমটম চাপায় বিধান মজুমদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হন হাফিজুল (২৩) নামে আরেক টমটম আরোহী।