মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সেতু ভেঙে বন্ধ যান চলাচল

নেত্রকোনা প্রতিনিধি

সেতু ভেঙে বন্ধ যান চলাচল

নেত্রকোনা-মদন সড়কের সাইডুলি নদীর ওপর সেতুর পাটাতন ভেঙে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। এলাকাবাসী জানান আটপাড়া, মদন ও খালিয়াজুরী উপজেলার লোকজনের জেলা সদরে যোগাযোগের অন্যতম মাধ্যম লক্ষ্মীগঞ্জ বাজারের পাশের সাইডুলি নদীর ওপর দীর্ঘদিনের পুরনো এই সেতু। জানা যায়, পুরনো সেতুর পাশে নির্মাণকাজ চলছে আরকেটি ব্রিজের। এটির কাজ সম্পন্ন না হওয়ায় পুরনোটি দিয়েই চলাচল করতে হচ্ছে জনসাধারণকে। বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, ট্রাক ও কাভার্ড ভ্যানও নিয়মিত চলাচল করে আসছিল এ সেতু দিয়ে। গত শুক্রবার হঠাৎ মাঝখানে পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে। ওই দিন থেকেই জেলা সদরের সঙ্গে মদনের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পথচারী খায়রুল কবীর বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। দুই পাশের মাটি সরে গেছে। সবশেষে ধসে পড়েছে পাটাতন। নতুন সেতুর কাজ কবে শেষ হবে কেউ বলতে পারছে না। নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নুর সালেহীন বলেন, ভাঙা সেতু সংস্কার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মেরামত কাজ শেষ করা হবে। ওই সড়কে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে।

সর্বশেষ খবর