প্রতি বছরের মতো আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বাড়তি সেবা দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামত। ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। ঈদের আগে ও পরে রেলপথের বিভিন্ন বহরে যুক্ত হবে চলাচল উপযোগী এসব কোচ। সড়কের চেয়ে নিরাপদ ভ্রমণ হিসেবে রেলপথ বেশি পছন্দ যাত্রীদের। তার ওপর ঈদ ঘিরে বাড়তি চাপ সামলাতে হয় রেলওয়েকে। তখন অতিরিক্ত যাত্রী পরিবহনে নিয়মিত ট্রেনের বহরে যুক্ত করা হয় বাড়তি কোচ (বগি)। জনবল সংকটের মধ্যেও দিনরাত মেরামত কাজ করছেন সংশ্লিষ্টরা। এবার ঈদে সরবরাহের জন্য মেরামত করা হচ্ছে বাড়তি ৯০টি কোচ। এর মধ্যে ৫৯টি ব্রড গেজ ও ১৩টি মিটার গেজ। ইতোমধ্যে প্রস্তুত করা ৭২টি কোচ রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৮টির মেরামত চলছে। যা পর্যায়ক্রমে ১৩ জুনের মধ্যে হস্তান্তর করা হবে। সূত্রে জানা যায়, রেলওয়ে কারখানার ২৯ সপে (উপ-কারখানা) ২ হাজার ৮৫৯ জন লোকবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮৬০ জন। আর এর সঙ্গে রয়েছে বাজেট স্বল্পতা। এমন নানা সমস্যার মধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে অধিক সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে। কারখানার পাঁচটি সপে কোচ প্রস্তুতের কর্মযজ্ঞ চলছে। কোচ মেরামতের লক্ষ্যপূরণ করতে দৈনিক ও ছুটির দিন মিলিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা। মেরামত করা কোচ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঈদযাত্রায় আগে ও পরে ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে। অবশিষ্ট কোচ যুক্ত করা হবে বিভিন্ন আন্তনগর ট্রেনে। ফলে ঈদ যাত্রায় যাত্রী ভোগান্তি কমবে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ সপের ইনচার্জ প্রকৌশলী মোমিনুল ইসলাম বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে কারখানায় বাড়তি কোচ মেরামত করা হয়। এবারও মেরামত করা হচ্ছে ৯০টি। কারখানার ক্যারেজ, বগি ও পেইন্ট সপে কোচের বডি, ট্রলি ও রঙের কাজ হচ্ছে। আশা করি এসব কোচ ট্রেনে যুক্ত হলে ঈদ যাত্রায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। পেইন্ট শপের শ্রমিক আশরাফ হোসেন বলেন, আমাদের কাজ হচ্ছে কোচগুলো রং করে সৌন্দর্য বৃদ্ধি করা। লোকবল কম থাকায় কাজের চাপ অনেক বেশি। তিনি বলেন, রেল সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সেবার জন্য সবসময়ই বাড়তি শ্রম দেই- যাতে ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। ক্যারেজ শপের শ্রমিক সাকিরুল ইসলাম বলেন, ঈদ এলে আমাদের ব্যস্ততা বাড়ে। এখন দম ফেলার সময় নেই। ঈদ ঘনিয়ে আসছে, কাজের চাপও বাড়ছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান বলেন, ঈদ সামনে রেখে অতিরিক্ত রেলকোচ মেরামতে দিনরাত কাজ করে যাচ্ছে রেলওয়ে কারখানা শ্রমিকরা। আশা করি সময়মতো রেল কোচ মেরামত সম্পন্ন হবে। ঈদযাত্রায় যাত্রীরা স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
ব্যস্ততা বেড়েছে রেলওয়ে কারখানায়
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন