প্রতি বছরের মতো আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের বাড়তি সেবা দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামত। ব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। ঈদের আগে ও পরে রেলপথের বিভিন্ন বহরে যুক্ত হবে চলাচল উপযোগী এসব কোচ। সড়কের চেয়ে নিরাপদ ভ্রমণ হিসেবে রেলপথ বেশি পছন্দ যাত্রীদের। তার ওপর ঈদ ঘিরে বাড়তি চাপ সামলাতে হয় রেলওয়েকে। তখন অতিরিক্ত যাত্রী পরিবহনে নিয়মিত ট্রেনের বহরে যুক্ত করা হয় বাড়তি কোচ (বগি)। জনবল সংকটের মধ্যেও দিনরাত মেরামত কাজ করছেন সংশ্লিষ্টরা। এবার ঈদে সরবরাহের জন্য মেরামত করা হচ্ছে বাড়তি ৯০টি কোচ। এর মধ্যে ৫৯টি ব্রড গেজ ও ১৩টি মিটার গেজ। ইতোমধ্যে প্রস্তুত করা ৭২টি কোচ রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৮টির মেরামত চলছে। যা পর্যায়ক্রমে ১৩ জুনের মধ্যে হস্তান্তর করা হবে। সূত্রে জানা যায়, রেলওয়ে কারখানার ২৯ সপে (উপ-কারখানা) ২ হাজার ৮৫৯ জন লোকবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮৬০ জন। আর এর সঙ্গে রয়েছে বাজেট স্বল্পতা। এমন নানা সমস্যার মধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে অধিক সংখ্যক কোচ মেরামত করা হচ্ছে। কারখানার পাঁচটি সপে কোচ প্রস্তুতের কর্মযজ্ঞ চলছে। কোচ মেরামতের লক্ষ্যপূরণ করতে দৈনিক ও ছুটির দিন মিলিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করছেন শ্রমিক-কর্মচারীরা। মেরামত করা কোচ দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঈদযাত্রায় আগে ও পরে ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে। অবশিষ্ট কোচ যুক্ত করা হবে বিভিন্ন আন্তনগর ট্রেনে। ফলে ঈদ যাত্রায় যাত্রী ভোগান্তি কমবে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ সপের ইনচার্জ প্রকৌশলী মোমিনুল ইসলাম বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে কারখানায় বাড়তি কোচ মেরামত করা হয়। এবারও মেরামত করা হচ্ছে ৯০টি। কারখানার ক্যারেজ, বগি ও পেইন্ট সপে কোচের বডি, ট্রলি ও রঙের কাজ হচ্ছে। আশা করি এসব কোচ ট্রেনে যুক্ত হলে ঈদ যাত্রায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। পেইন্ট শপের শ্রমিক আশরাফ হোসেন বলেন, আমাদের কাজ হচ্ছে কোচগুলো রং করে সৌন্দর্য বৃদ্ধি করা। লোকবল কম থাকায় কাজের চাপ অনেক বেশি। তিনি বলেন, রেল সেবামূলক প্রতিষ্ঠান। আমরা সেবার জন্য সবসময়ই বাড়তি শ্রম দেই- যাতে ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়। ক্যারেজ শপের শ্রমিক সাকিরুল ইসলাম বলেন, ঈদ এলে আমাদের ব্যস্ততা বাড়ে। এখন দম ফেলার সময় নেই। ঈদ ঘনিয়ে আসছে, কাজের চাপও বাড়ছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান বলেন, ঈদ সামনে রেখে অতিরিক্ত রেলকোচ মেরামতে দিনরাত কাজ করে যাচ্ছে রেলওয়ে কারখানা শ্রমিকরা। আশা করি সময়মতো রেল কোচ মেরামত সম্পন্ন হবে। ঈদযাত্রায় যাত্রীরা স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ব্যস্ততা বেড়েছে রেলওয়ে কারখানায়
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর