বরিশালের মুলাদী উপজেলায় অবৈধ কারেন্ট জাল বিক্রেতা আজিজুল হাওলাদারকে (২৮) এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারেন্ট জাল ক্রয় করা দুই ভাই মো. নজরুল হাওলাদার (৩৫) ও জহিরুল হাওলাদারকে (৩০) করা হয়েছে জরিমানা। বুধবার রাতে মুলাদীর ইউএনও নিজামউদ্দিন এ আদেশ দেন।
গতকাল দি ত কারেন্ট জাল ব্যবসায়ীকে সাজা পরোয়ানায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
দি ত জাল বিক্রেতা আজিজুল মুলাদীর নন্দীর বাজারের ব্যবসায়ী ও ভাঙ্গারমোনা এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে। ক্রেতা নজরুল হাওলাদার ও জহিরুল মেহেন্দিগঞ্জ উপজেলার মো. সিরাজ হাওলাদারের ছেলে।
মুলাদী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার মুলাদী বন্দর পূর্ব বাজারের দুইটি দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও কয়েকটি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় জাল বিক্রেতা আজিজুল ও ক্রেতা দুই ভাইকে।