শেখ হাসিনার পদ ও দেশত্যাগের পর বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন নিরাপত্তার দায়িত্ব ছেড়ে নিজেদের জীবন নিয়েই সংকটে পড়ে পুলিশ। এমন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পাশে থাকায় সরাইলবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশের এক এসআই। বুধবার ফেসবুকে একটি পোস্ট দেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আখন। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় সরাইলবাসী, ধন্যবাদ তোমাদের। সরাইল থানার প্রতিটা পুলিশ সারা জীবন মনে রাখবে তোমাদের। আমরা চির কৃতজ্ঞ তোমাদের কাছে। ভালোবাসা অবিরাম সরাইলের প্রতিটা মানুষের প্রতি।’
স্থানীয়রা জানান, থানায় যাতে হামলা না হয় সে জন্য আমরা তৎপর ছিলাম। সরাইল থানায় কোনো হামলা হয়নি।