লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। গত দুই দিনে তিনটি শর্টিগান, দুটি রাইফেল, একটি পিস্তল ও প্রায় ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এগুলো উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে। গতকাল রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আল ইমরান ও রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন এ তথ্য জানান।