দীর্ঘদিন বন্ধের পর অবশেষে ১৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে ১২ আগস্ট। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাবিপ্রবির সব শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১২ আগস্ট থেকে খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি নীতিমালার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হলগুলোতে শিক্ষার্থীদের আবাসন কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, ঈদুল আজহার সরকারি ছুটির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের আন্দোলন এবং সবশেষ কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল হাবিপ্রবির শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা।