গাইবান্ধা জেলা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খাবার ও পানি বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল স্বেচ্ছাসেবীদের হাতে বিস্কুট ও বোতলজাত পানি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা ইমাম হাসান আলাল, আমির হামজা, আরিফ মাহমুদ আপেল প্রমুখ।
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম হাসান আলাল বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় শহরের পুরাতন জেলখানা মোড়, পার্কমোড়, ট্রাফিক মোড়, পুরাতন ব্রিজ, বড়মসজিদ মোড়, ডাকবাংলো মোড় ও বাসস্ট্যান্ড এলাকার সড়কগুলোতে দিনভর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা স্বেচ্ছাসেবীদের এসব খাবার তুলে দেওয়া হয়।