নেত্রকোনা জেলাকে বাসযোগ্য করার তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শহরবাসী। শহরের মোক্তারপাড়া মগড়া ব্রিজের পাশে বৈষম্যবিরোধী প্রজন্ম চত্বরে গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনকারীদের দাবির মধ্যে রয়েছে- মগড়া নদী দূষণমুক্ত, হাসপাতালে সব যন্ত্রপাতি সচল করে মানসম্মত সেবা প্রদান এবং নেত্রকোনা থেকে ময়মনসিংহ রুটে বিআরটিসি বাস পুনরায় চালু।
অধ্যাপক নাজমুল কবির সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন অহিদুর রহমান, শ্যামলেন্দু পাল, মোস্তাকিন বিল্লাহ, আবদুল হামিদ, জহিরুল কবীর শাহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলপনা বেগম।