সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। হাতীবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।