বিশ্বনাথে ভাড়া বাসা থেকে তাপস তালুুকদার (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ রবিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পাওয়া গেছে একটি চিরকুট। তাপস সুনামগঞ্জের মধ্যনগর থানার নোয়াগাঁও গ্রামের জ্যোতিষ তালুকদারের ছেলে। বিশ্বনাথ পৌর শহরের পুরাতন বাজার হিন্দু পাড়ায় ভাড়া থাকতেন। লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চিরকুটে লেখা রয়েছে ‘আমি দুনিয়ায় অসহায়। আমার আপন কেউ নেই। আমার মৃতুর পর লাশ চালিবন্দর (সিলেট) নিয়ে দাহ করবেন। আমার মেয়ে রূপা ছাড়া আমার মুখ দেখার আর কারও অধিকার নেই। আমি আমার স্থাবর-অস্থাবর সম্পত্তি মেয়ে রূপাকে দিয়ে গেলাম।’ সূত্র জানায়, গত বছরের অক্টোবর থেকে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল তাপসের। এরপর থেকে আলাদা বসবাস করতেন তারা। স্ত্রী ও মেয়ে তার শ্যালকের কাছে থাকতেন। বিশ্বনাথে তাপস একা থাকতেন। বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া জানান, ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।