ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকার একটি ডাস্টবিন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকালে ট্যাংকের পাড়ের সামনের ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীরা কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি দেখতে পায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।