সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালমা খাতুন গতকাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরন, মো. আতিক ও মো. নয়ন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ জুন রাতে উপজেলার আলেফের মোড় থেকে হিরনের ভাড়ায়চালিত মোটরসাইকেলে ওই গৃহবধূ ও তার স্বামী বাড়ি ফিরছিলেন।
মোটরসাইকেলটি রাঙ্গাপাড়ায় পৌঁছালে পাঁচজন মিলে গতিরোধ করেন। তারা গৃহবধূকে ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের স্বামীর হাত-পা ও চোখ বেঁধে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।