নীলফামারীর ডোমারে ওয়েল্ডিং মেশিনের সাহায্যে পেট্রলপাম্পের তেলের ড্রামের লিকেজ বন্ধ করার সময় বিস্ফোরণে সোহাগ আলী (৩২) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার চিলাহাটি বাজারের চৌরাস্তা এলাকায় আবদুল্লাহ হ্যাচারি অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সোহাগ আলী উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের পাটোয়ারী পাড়া লিচু তলা গ্রামের ইরফান আলীর ছেলে। তিনি পেট্রলপাম্পটির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনের তেলের ড্রাম লিকেজ ধরা পড়লে তা বন্ধ করতে ওয়েল্ডিং মিস্ত্রি ডাকা হয়। লিকেজ বন্ধ করতে ওয়েল্ডিং করছিল মিস্ত্রি। এ সময় পাশে দাঁড়িয়েছিলেন পেট্রলপাম্পের ম্যানেজার সোহাগ। হঠাৎ ড্রামটিতে বিস্ফোরণ ঘটলে সোহাগের একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিসের লিডার নুর আলম বলেন, ড্রামে তেল রেখেই ওয়েল্ডিং করা হচ্ছিল। এ কারণে তেল গরম হয়ে ড্রামের ভিতর আগুন ধরে যায়।