নির্মাণের ৯ মাসের মাথায় গত বছরের অক্টোবর মাসে বন্যায় ভেসে যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার খেয়াঘাটে তিস্তার শাখা নদীতে নির্মিত কাঠের সেতুটি। অপরিকল্পিতভাবে কংক্রিটের খুঁটির ওপর সেতুটি করায় ধসে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর সাত মাস অতিবাহিত হলে আর মোরামত বা পুনর্নির্মাণ করা হয়নি। নদী পারাপারে ভোগান্তি থেকে মুক্তি মেলেনি চরের ২০ হাজার মানুষের। জানা যায়, সেতুটি ভেসে যাওয়ার পর তখনকার স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন চরবাসীর কষ্ট লাঘবে সেতুটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। বাস্তবে তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি। উপজেলার বেলকা ও হরিপুর ইউনিয়নের চরবাসীর দুর্ভোগ আর দূর হয়নি। আসছে বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে যাতায়াতে নৌকাই হবে তাদের একমাত্র ভরসা। বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সেতুটি নির্মাণের জন্য বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত নির্মাণের কোনো উদ্যোগ বা প্রতিশ্রুতি দেয়নি প্রশাসন। আগামী দুই মাসের মধ্যে সেতু নির্মাণ করা না হলে দুই ইউনিয়নের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে। উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, বেলকা খেয়াঘাটের তিস্তার শাখা নদীর ওপর পুনরায় কাঠের সেতু নির্মাণের কোনো পরিকল্পনা এলজিইডির নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস বলেন, তিনি এখানে নতুন যোগদান করেছেন। খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। সেতুটি পুনর্নির্মাণের জোর দাবি জানান বেলকা চরের শিক্ষার্থী ছানা মিয়া। তিনি বলেন, সেতু হওয়ায় চরের লোকজন খুশি হয়েছিলেন। বিধিবাম, উদ্বোধন না হতেই তা ভেসে গেল তিস্তার স্রোতে। স্কুল শিক্ষক আবদুল জলিল বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান, তখনকার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের গাফিলতি আর অনিয়মের কারণে সেতুটির এই অবস্থা হয়েছে। ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, মাত্র ৯ মাসের মাথায় সরকারের ৩০ লাখ টাকা স্রোতে ভেসে গেল। চরের ২০ হাজার মানুষের এখন কী হবে? চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরে কংক্রিটের খুঁটির ওপর কাঠের সেতু নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়। কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছিল।
শিরোনাম
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ
- শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে বাসার দরজায় দুদকের নোটিশ
- জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগ: নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
- তত্ত্বাবধায়ক সরকার গঠনে দলগুলোর ঐকমত্য আছে : আলী রীয়াজ
- প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে : আলী রীয়াজ
- গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন
- ভিসা নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
- উল্লাপাড়ার এলংজানি দাখিল মাদ্রাসায় পরপর দুই বছর শতভাগ ফেল
- রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায় : রিজভী
গাইবান্ধা
নদী পারাপারে ভোগান্তি
► সাত মাসে হয়নি সেতু ► মোরামত কিংবা পুনর্নির্মাণ বর্ষায় নৌকাই ভরসা ২০ হাজার মানুষের
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর