গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সীমা আক্তার (৩০) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ দগ্ধ আরও চারজন ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সীমা আক্তার ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া গ্রামের আলহাজের স্ত্রী। দগ্ধ অন্যরা হলেন- তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫), আয়ান (দেড় বছর), তানজিলা (১০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় রবিবার সন্ধ্যায় পারভিন আক্তার নামে এক নারী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।