১৬১ বছরের পুরোনো যশোর পৌরসভা। আজও এখানে গড়ে ওঠেনি আধুনিক কসাইখানা। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা ভৈরব নদের পাড়, ড্রেন, ডোবা, নালাসহ বিভিন্ন অস্বাস্থ্যকর স্থানে জবাই করা হয় পশু। জবাই করা গরুর উচ্ছিষ্টাংশ পচে দূষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছে। গরুর মান নিয়ন্ত্রণও সম্ভব হচ্ছে না। যশোর শহরে মাংসের সবচেয়ে বড় বাজার কাঠেরপুলের ‘বিসমিল্লাহ বিফ হাউজ’। এখানের কর্মী এনামুল হক খোকন বলেন, পশু জবাইয়ের জন্য পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ নেই। বাধ্য হয়ে ভৈরব নদের ধারে গরু-ছাগল জবাই করতে হয়। একই এলাকার ‘আলিফ বিফ হাউজ’-এর সোহেল রানা বলেন, একেক সময় একেক জায়গায় তারা ছাগল-গরু জবাই করেন। আধুনিক কোনো কসাইখানা থাকলে আমরা অবশ্যই সেখানে পশু জবাই করতাম। আমাদের জন্যও সুবিধা হতো। নিশ্চিত হতো মাংসের মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও। জানা যায়, এক বছর আগে জেলা প্রাণিসম্পদ অফিস একটি প্রকল্পের মাধ্যমে যশোর শহরে আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নেয়। ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক সাড়ে ৫ কোটি টাকাও দিয়েছিল। বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী যশোর পৌরসভা ৫০ শতক জমি দিতে না পারায় টাকা ফেরত গেছে। নড়াইল পৌরসভা ৫০ শতক জমি দেওয়ায় সেখানে হচ্ছে এ কসাইখানা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, আমি যশোরে দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বব্যাংকের ওই টাকা ফেরত যায়। আমি আসার পর টাকাটা ফেরত আনার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমানে যশোর পৌরসভা নিজেদের ব্যবস্থাপনায় ছোট আকারে একটা কসাইখানা নির্মাণের চেষ্টা করছে। তাদের আধুনিক কসাইখানার নকশাও দেওয়া হয়েছে। যশোর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলেন, একটা আধুনিক কসাইখানা নির্মাণের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই করা যাবে।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
১৬১ বছরেও হয়নি আধুনিক কসাইখানা
অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই বাড়ছে দূষণ, ছড়াচ্ছে দুর্গন্ধ
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর