১৬১ বছরের পুরোনো যশোর পৌরসভা। আজও এখানে গড়ে ওঠেনি আধুনিক কসাইখানা। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা ভৈরব নদের পাড়, ড্রেন, ডোবা, নালাসহ বিভিন্ন অস্বাস্থ্যকর স্থানে জবাই করা হয় পশু। জবাই করা গরুর উচ্ছিষ্টাংশ পচে দূষণ ও দুর্গন্ধ ছড়াচ্ছে। গরুর মান নিয়ন্ত্রণও সম্ভব হচ্ছে না। যশোর শহরে মাংসের সবচেয়ে বড় বাজার কাঠেরপুলের ‘বিসমিল্লাহ বিফ হাউজ’। এখানের কর্মী এনামুল হক খোকন বলেন, পশু জবাইয়ের জন্য পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ নেই। বাধ্য হয়ে ভৈরব নদের ধারে গরু-ছাগল জবাই করতে হয়। একই এলাকার ‘আলিফ বিফ হাউজ’-এর সোহেল রানা বলেন, একেক সময় একেক জায়গায় তারা ছাগল-গরু জবাই করেন। আধুনিক কোনো কসাইখানা থাকলে আমরা অবশ্যই সেখানে পশু জবাই করতাম। আমাদের জন্যও সুবিধা হতো। নিশ্চিত হতো মাংসের মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও। জানা যায়, এক বছর আগে জেলা প্রাণিসম্পদ অফিস একটি প্রকল্পের মাধ্যমে যশোর শহরে আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নেয়। ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক সাড়ে ৫ কোটি টাকাও দিয়েছিল। বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী যশোর পৌরসভা ৫০ শতক জমি দিতে না পারায় টাকা ফেরত গেছে। নড়াইল পৌরসভা ৫০ শতক জমি দেওয়ায় সেখানে হচ্ছে এ কসাইখানা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, আমি যশোরে দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বব্যাংকের ওই টাকা ফেরত যায়। আমি আসার পর টাকাটা ফেরত আনার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমানে যশোর পৌরসভা নিজেদের ব্যবস্থাপনায় ছোট আকারে একটা কসাইখানা নির্মাণের চেষ্টা করছে। তাদের আধুনিক কসাইখানার নকশাও দেওয়া হয়েছে। যশোর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলেন, একটা আধুনিক কসাইখানা নির্মাণের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই করা যাবে।
শিরোনাম
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন