ভোলার বোরহানউদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড সভাপতি আনিসুর রহমানের হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল দুপুরে দেউলা ইউনিয়নের মজম বাজারে সংঘর্ষ বাধে। গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি আমির হোসেন বেপারি সভাপতি ও জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করে দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষিত হয়েছে। কমিটি গঠনের আগে থেকেই সভাপতি-সম্পাদক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে। দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, ‘দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায় অনিয়মের ব্যাপারে কঠোর হলে সভাপতিসহ তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির বেপারিসহ একটি সন্ত্রাসী গ্রুপ আমার ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারির ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি আলগা করে ফেলে।’ সোহেল আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনিসহ তার সঙ্গে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে প্রতিপক্ষের হাতের কবজি কাটার পরপরই সভাপতি আমির বেপারির মেয়ে তানিয়া নিজের ফেসবুকে এ ঘটনাকে ‘বাবা দিবসের উপহার’ বলে উল্লেখ করে পোস্ট দিয়েছে। এনিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। উল্লেখ্য, দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল ভোলা-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানের ছেলে এবং আহত আনিছুর রহমান তার ভাতিজা।
শিরোনাম
- জুলাই পুনর্জাগরণে বুধবার চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান: উপাচার্য
- বদলি আদেশ ছিঁড়ে এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- গোসাইরহাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- ব্রিতে কর্মশালা অনুষ্ঠিত
- কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, নববধূর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ
- তত্ত্বাবধায়ক সরকারে হস্তক্ষেপ বন্ধে গণভোট চায় বিএনপি
- ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৩৭৫
- বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নারী দল
- ৯৯৯-এ ফোন করে ছিনতাইয়ের অভিযোগ দিয়ে নিজেই গ্রেফতার
- ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কি না জানতে চেয়েছেন ট্রাম্প
- শিক্ষার্থী মাহফুজ হত্যায় জড়িতদের বিচার দাবি সহপাঠী ও শিক্ষকদের
- অপরাধীদের কোনো ছাড় নয়, কঠোরভাবে দমন করতে হবে : ডিএমপি কমিশনার
- সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
- নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দিতে রিজভীর আহ্বান
- অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িকতার প্রমাণ মেলেনি : পুলিশ সদর দপ্তর
- নিলামে উঠছে বন্দরে পড়ে থাকা ৪৭৫ কনটেইনার পণ্য
- সিলেট সীমান্তে ফের সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে
- আরও এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার