নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়াহাট থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক সংস্কার ও পাকা করার কাজ শুরু হয় ২০২২ সালে। এক বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে পেরিয়ে গেছে সাড়ে তিন বছর। এখনো শেষ হয়নি নির্মাণকাজ। জানা যায়, সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। সে সময়ও পার হয়ে গেছে বহু আগে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খোঁজ মিলছে না সংশ্লিষ্ট ঠিকাদারের। তিনি গাঢাকা দেওয়ায় নির্মাণ বন্ধ রয়েছে। সড়ক নির্মাণ না হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সৈয়দপুর উপজেলার হাজারিহাট গ্রামের বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, সড়কের অনেক জায়গায় বালু ও খোয়া ফেলে ভরাট করা হলেও রোলার করা হয়নি। খোয়ার ওপর দিয়ে যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, এখন পর্যন্ত সড়কের ৬৫ শতাংশ কাজ হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ওই ঠিকাদারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা ছিল। হঠাৎ কাজ বন্ধ করে দেন ঠিকাদার। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আবার দরপত্র দিয়ে কাজ শেষ করার বিষয়টি প্রক্রিয়াধীন। সৈয়দপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কারের জন্য ২০২২ সালের জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বরাদ্দ দেওয়া হয় ২১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টাকা। দরপত্রের মাধ্যমে কাজ পায় নীলফামারীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স। সূত্র জানায়, সড়কটির ১০ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বাকি অংশের অনেক স্থানে শুধু ইট বিছিয়ে রাখা হয়েছে। কোথাও খোয়া ফেলা হলেও কার্পেটিং করা হয়নি। অনেক জায়গায় হয়েছে ছোট-বড় গর্ত।
শিরোনাম
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
- ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ
- তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
- জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ
নীলফামারী
ঢিমেতালে সড়ক নির্মাণ
♦ এক বছরের কাজ শেষ হয়নি সাড়ে তিন বছরেও ♦ গাঢাকা দিয়েছেন ঠিকাদার ♦ চলাচলে দুর্ভোগ স্থানীয়দের
আবদুল বারী, নীলফামারী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর