বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাঁচ নেতা পদত্যাগ করেছেন। গত ২৮ ও ২৯ জুন নিজ নিজ ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন তারা। পদত্যাগকারীরা হলেন- ছাত্র আন্দোলন উল্লাপাড়া শাখার যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল ও মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।
ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হন। বর্তমানে বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে পড়েছেন। এতে সংগঠনের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। একজন স্বাধীন ও অরাজনৈতিক মানসিকতার ছাত্র হিসেবে এ সংগঠনের সঙ্গে থাকা অসঙ্গতিপূর্ণ। ব্যক্তিগত ও নৈতিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত বলেন, তারা কী কারণে পদত্যাগ করলেন বিষয়টি পরিষ্কার নয়। হয়তো কেউ তাদের ভুল বুঝিয়েছে।