চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল চাঁদপুর নৌ থানার ওসি এ এস এম ইকবাল এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২০ বছর। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পিবিআইকে অবহিত করা হয়েছে।