সিলেটের বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ফজর আলীকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক আবু জাহের বাদল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ইলিয়াস আলীর সন্ধান চেয়ে ২০১২ সালের ২৩ এপ্রিল বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠন। ওই কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।