সিরাজগঞ্জ সদর-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। সড়কের পিচ ঢালাই উঠে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দ, ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলেই তাতে জমে থাকে পানি। আবার কোথাও কাদাপানি। সড়কে কাদাপানি দিয়েই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন। এ ছাড়াও সড়কে পথচারীদের জামাকাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। সরজমিনে দেখা যায়, সদর-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে হাটপাঙ্গাসী বাজার এলাকায় এক কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে বাজার এলাকায় সড়কের ভয়াবহ অবস্থা। সড়কে বড় বড় গর্তে কাদাপানি জমে থাকায় সাধারণ মানুষ স্যান্ডেল খুলে হাতে নিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, সড়কে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় ট্রাক, বাস, সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান-রিকশা চলাচল করে। স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেনসহ অনেকে জানান, জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক। এ ছাড়া রায়গঞ্জ উপজেলাবাসীর কাছে হাটপাঙ্গাসী বাজার খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে প্রায় সময় গাড়ির চাপ থাকে সড়কটিতে। হাটের দিন শত শত কৃষক কৃষিপণ্য বিক্রি করতে হাটপাঙ্গাসীতে আসেন। কিন্তু বাজারের সড়কের যে অবস্থা তাতে তো হেঁটে চলাই মুশকিল। তারপরও বাধ্য হয়ে মানুষ রাস্তায় চলাচল করছে। সড়কে চলাচলকারী ভ্যান, মিশু, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানান, সড়ক বেহাল। গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। মাঝেমধ্যেই গাড়ি গর্তে পড়ে যায়। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায় এবং যাত্রীরা পড়ে গিয়ে আহত হন। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। সড়কটি সংস্কার করা হলে মানুষের ভোগান্তি কমবে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, সড়কটি সংস্কারে অনেক আগেই টেন্ডার হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে নাই। ১৫ দিনে মধ্যে কাজ শুরুর কথা রয়েছে। কাজ শুরু না করলে চুক্তিপত্র বাতিল করা হবে। নতুন ঠিকাদার দিয়ে কাজ করানো হবে।
শিরোনাম
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
রাস্তায় খানাখন্দ দুর্ঘটনা দুর্ভোগ
সংস্কারের অভাবে প্রতিদিন লাখো মানুষের ভোগান্তি
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর