সিরাজগঞ্জ সদর-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। সড়কের পিচ ঢালাই উঠে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দ, ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলেই তাতে জমে থাকে পানি। আবার কোথাও কাদাপানি। সড়কে কাদাপানি দিয়েই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহন। এ ছাড়াও সড়কে পথচারীদের জামাকাপড় কাদাপানিতে নষ্ট হয়ে যায়। সরজমিনে দেখা যায়, সদর-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে হাটপাঙ্গাসী বাজার এলাকায় এক কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। বিশেষ করে বাজার এলাকায় সড়কের ভয়াবহ অবস্থা। সড়কে বড় বড় গর্তে কাদাপানি জমে থাকায় সাধারণ মানুষ স্যান্ডেল খুলে হাতে নিতে বাধ্য হচ্ছেন। স্থানীয়রা জানান, সড়কে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় ট্রাক, বাস, সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান-রিকশা চলাচল করে। স্থানীয় বাসিন্দা আরাফাত হোসেনসহ অনেকে জানান, জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক। এ ছাড়া রায়গঞ্জ উপজেলাবাসীর কাছে হাটপাঙ্গাসী বাজার খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে প্রায় সময় গাড়ির চাপ থাকে সড়কটিতে। হাটের দিন শত শত কৃষক কৃষিপণ্য বিক্রি করতে হাটপাঙ্গাসীতে আসেন। কিন্তু বাজারের সড়কের যে অবস্থা তাতে তো হেঁটে চলাই মুশকিল। তারপরও বাধ্য হয়ে মানুষ রাস্তায় চলাচল করছে। সড়কে চলাচলকারী ভ্যান, মিশু, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানান, সড়ক বেহাল। গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। মাঝেমধ্যেই গাড়ি গর্তে পড়ে যায়। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায় এবং যাত্রীরা পড়ে গিয়ে আহত হন। সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। সড়কটি সংস্কার করা হলে মানুষের ভোগান্তি কমবে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল জানান, সড়কটি সংস্কারে অনেক আগেই টেন্ডার হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে নাই। ১৫ দিনে মধ্যে কাজ শুরুর কথা রয়েছে। কাজ শুরু না করলে চুক্তিপত্র বাতিল করা হবে। নতুন ঠিকাদার দিয়ে কাজ করানো হবে।
শিরোনাম
- পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২
- আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের
- কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প
- শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ
- নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে : প্রেস সচিব
- নির্বাচনের অপেক্ষায় ১৮ কোটি মানুষ
- গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি : তারেক রহমান
- রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
- বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা
- গোবিন্দগঞ্জে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০
- জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
- চট্টগ্রামের উন্নয়নে সিটির সীমানা বৃদ্ধি প্রয়োজন : মেয়র শাহাদাত
- ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- কলমাকান্দায় জব্দ দুই নৌকার বালু ফেলা হলো বিলে, কৃষকদের ক্ষোভ
- বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
- জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ
- চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
- আমেরিকার ৯০০ স্থানে বিক্ষোভের ডাক
- নবজাতককে ফেলে পালালেন মা, বিপাকে বাবা
- মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ
রাস্তায় খানাখন্দ দুর্ঘটনা দুর্ভোগ
সংস্কারের অভাবে প্রতিদিন লাখো মানুষের ভোগান্তি
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর