নাটোরের লালপুরে আমবাগানে গুলি বর্ষণের ঘটনার মামলায় দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার মধ্যরাতে উপজেলার নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাইদুর ইসলাম (৫০) ও সিরাজুল ইসলাম (৪২)। জানা যায়, ২০ মে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফকির চাঁদ গোসাইজীর আশ্রমের আমবাগানে আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আম ব্যবসায়ী নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।