পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার মামলার এজাহারনামীয় এক আসামিকে রংপুর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব-১৩-এর একটি দল কোতোয়ালি থানার কদমতলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু মুসা (২২) ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।