সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে আটকের পর জেলা অস্থায়ী সেনা ক্যাম্পে সোপর্দ করে এলাকাবাসী। নয়ন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কাজে লিপ্ত ছিলেন।
তিনি একাধিক বিয়েও করেছেন। এ ছাড়া এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন নয়ন। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে আটক করে মঙ্গলবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থীয় সেনা ক্যাম্পে নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, সেনাবাহিনী তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।