গাইবান্ধার সাঘাটা উপজেলার কিংকরপুর এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল বিকালে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০টি চুল্লি ধ্বংস করে দেয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল। জানা গেছে, দীর্ঘদিন থেকে মাটির তৈরি ২০টি অস্থায়ী চুল্লিতে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে আগেই সটকে পরে কারখানার লোকজন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা চুল্লিগুলো ধ্বংস করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মীর মো. আল কামাহ তমাল বলেন, ‘পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’