নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পর সড়ক অবরোধ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর-পৌষা পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবদুল বারী, আজাদুর রহমান আজাদ, আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি জনি প্রমুখ।
বক্তারা বলেন, জলাবদ্ধতার নোংরা পানির কারণে কেউ ঘর থেকে বের হতে পারে না। প্রতিটি পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা ইউএনও, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। তারা এসে দেখে গেলেও সমস্যার সমাধান করা হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ট্যাক্স দেব না।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নারায়ণগঞ্জের ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার ভরাট হয়ে গেছে। এই ১৭ কিলোমিটার খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫৬টি স্পটে পরিষ্কার ও দখলমুক্তে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ফতুল্লার খালগুলোও পরিষ্কার করা হবে। আশা করছি, একমাস পর থেকেই এর সুফল পাওয়া যাবে।