জয়পুরহাটের কালাইয়ে রাধানগর গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘদিনের ভোগান্তির। স্থানীয়দের চলাচলের একমাত্র রাস্তায় নিজেরাই মাটি ও বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছেন। রাধানগরের মানুষ প্রায় ৫০০ ফিট কাঁচা রাস্তার কারণে বহু বছর ধরে বর্ষা মৌসুমে সীমাহীন কষ্টে চলাচল করছেন। এবারও কাদাপানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিশুদের স্কুলে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বের হলেই কাদায় মাড়াতে হয়। অবশেষে ভোগান্তি লাঘবে গ্রামের সবাই মিলে এ উদ্যোগ নেন।
স্কুলশিক্ষক আবদুল করিম জানান, অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছি। সমস্যা সমাধানের জন্য বারবার আবেদন করলেও তারা পদক্ষেপ নেননি। বাধ্য হয়ে গ্রামের সাধারণ মানুষ নিজেরাই অর্থ দিয়ে রাস্তায় মাটি ও বালু ফেলার কাজ শুরু করেছেন। সরেজমিন দেখা যায় রাস্তায় বালু ফেলা হচ্ছে। গ্রামের পুরুষরা এই কাজ করছেন।
রাস্তার স্থায়ী উন্নয়নে সরকারি সহায়তা প্রয়োজন জানান তারা। এ জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসী। রাধানগর গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘আমরা যে কাজ করছি, তাতে দীর্ঘদিনের কষ্ট একটু হলেও লাঘব করবে। প্রশাসনের আর্থিক সহায়তা পেলে কাজটি আরও সুন্দরভাবে করা যেত।’
উপজেলা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, ‘এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত। তারা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো সমস্যা সমাধান হতে পারে।’