লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তায় জিও ব্যাগ ফেলে মেরামত করে দিয়েছে সেনাবাহিনী। গত ২৯ জুলাই তিস্তার পানির তোড়ে রাস্তাটি ভেঙে যায়। সাত দিন ধরে সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের সড়ক মেরামতের কাজ করেন সেনা সদস্যরা। মেরামত শেষ হলে গতকাল রাস্তাটি পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। স্থানীয় সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান বলেন- সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছে।
এ জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ। ইউএনও বলেন, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মেরামতের কাজ করেছে। উপজেলাবাসীর পক্ষ থেকেও সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।