নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুন হত্যা মামলায় স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহাগ তালুকদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়ার মৃত আবদুস সালামের ছেলে। লতা খাতুন একই উপজেলার রাম নারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের লাশ পাওয়া যায়।
পরদিন লতার বাবা লালপুর থানায় অপমৃত্যু মামলা করেন। পুলিশ মামলাটি তদন্তের একপর্যায়ে জানতে পারে লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে সিরাজুল ইসলামকে আসামি করে লতার বাবা একই বছরের ১৩ ডিসেম্বর লালপুর থানায় এজাহার করেন।