চলতি বছর চুয়াডাঙ্গায় পাটের আবাদ বাড়লেও বৈরী আবহাওয়ার করণে সময়ের আগেই কেটে ফেলতে হচ্ছে। এতে কমবে ফলন ও ক্ষতিগ্রস্ত হবেন এমন দাবি পাট চাষিদের। কৃষি বিভাগ বলছে, পর্যাপ্ত বৃষ্টির কারণে এবার কৃষকদের পাট পচাতে বেগ পেতে হচ্ছে না। ফলে তাদের খরচ সাশ্রয় হবে। কৃষি বিভাগের হিসাবে চুয়াডাঙ্গা জেলায় এবার ৭ হাজার ৪৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৬৯৫ হেক্টরে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৩৫ হেক্টর বেশি।
কৃষকরা জানান, জুন-জুলাই মাসের বেশির ভাগ সময় চুয়াডাঙ্গায় ছিল বৃষ্টি। সঙ্গে দমকা বাতাসও হয়। এতে পাটগাছ হেলে পড়ে। তা অপুষ্ট হয়ে পড়ে। ফলে কৃষকরা সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন। এ কারণে ফলন ঘাটতি দেখা দিয়েছে।
উপপরিচালক মাসুদুর রহমান বলেন, এ বছর খাল-বিল, নদী-নালায় পর্যাপ্ত পানি রয়েছে। কৃষকদের পাট পচাতে সুবিধা হবে। পাটের মানও ভালো হবে। তবে অনেকের পাট ক্ষতিগ্রস্ত হয়েছে শোনা যাচ্ছে। দাম ভালো পাওয়ায় কৃষক ক্ষতি কাটি উঠবে আশা করছি।