গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি জমা দিয়েছেন। নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মের অভিযোগে ইন্সট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবিতে গতকাল সকালে তারা এসব কর্মসূচি পালন করেন।