ভারতে পাচারের সময় যশোরে পাঁচটি সোনার বারসহ মো. রুবেল (৩৪) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল যশোর-খুলনা মহাসড়কের মুড়লী থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া পাঁচটি সোনার বারের ওজন ৫৮৫ গ্রাম বলে জানিয়েছে বিজিবি। যার বাজার মূল্য ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান।