জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল খুদে পাঠকদের মাঝে গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির মৃত্যুবার্ষিকীতে গতকাল সদর উপজেলার বাদিয়াখালীতে এসব কর্মসূচির আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র। এ ছাড়া কবি নজরুল পাঠাগারের খুদে পাঠক ও শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
পরে পাঠক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সহসভাপতি সিরাজুল ইসলাম সোনা, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ।