ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে হাওর অঞ্চলে পাটের বাম্পার ফলন হয়েছে। তবে চলতি বছর পাট পচানোর জন্যে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। উৎপাদন খরচ বাড়লেও পাটের কাক্সিক্ষত মূল্য না পাওয়ার অভিযোগও রয়েছে চাষিদের। এতে অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। জানা যায়, এক সময় পাটকে সোনালি আঁশ বলা হতো, বিদেশে রপ্তানি হওয়ায় অর্থকরী ফসল পাটের সেই সোনালি দিন এখন আর নেই। তার পরও বংশ পরম্পরায় ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের চাষিরা পাটের আবাদ করে যাচ্ছেন।
চলতি বছর পাটের আকার কিছুটা ছোট হলেও ফলন ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, জেলায় ৪, ৪৫৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৫৩ হেক্টর। যা লক্ষ্যমাত্রা চেয়ে কিছুটা বেশি। তবে এ বছর কেনাফ পাটের ফলন ভালো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন নজর রাখবে। কৃষকেরা যেন প্রকৃত মূল্যটা পায়।