গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে স্বাধীন প্রধান (২২) নামে এক কলেজছাত্রকে অপহরণ করে একটি চক্র। অভিযান চালিয়ে তাকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। আটকরা হলেন- গোবিন্দগঞ্জ পৌর এলাকার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া সেলিম ও কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ। অপহরণের শিকার স্বাধীন প্রধান সাঘাটা উপজেলার রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে।
পুলিশ জানায়, স্বাধীন প্রধানকে অচেনা ফোন নম্বর থেকে এক মেয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে চক্রটি। ওসি বুলবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। শুভ ও মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।