ভারতের হাকিমপুর সীমান্তে আটক চার শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। রবিবার রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় নেওয়া হয়। এ সময় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম উপস্থিত ছিলেন। হস্তান্তর হওয়া বাংলাদেশিরা বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, বিজিবি ১৪ বাংলাদেশিকে থানায় জমা দিয়েছে। তাদের স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।