বান্দরবান সদর উপজেলার সুয়ালক মাঝেরপাড়া এলাকার একটি ইটভাটা থেকে ম্যানেজারসহ দুজনকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। বুধবার রাতে তপন দাশ ও জয় দেব নামে ওই দুজনকে অপহরণ করা হয়েছে বলে জানান ইটভাটার মালিক সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস।
তিনি জানান, এ বছর ইটভাটায় ইট পোড়ানোসহ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও কেন তাদের অপহরণ করা হয়েছে তা বোধগম্য নয়। অপহরণের বিষয়টি নিশ্চিত করে গতকাল সকালে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। পুলিশ তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।