বগুড়ায় দাঁড়ানো ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা লেগে চালক-হেলপার নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও চারজন। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : শিবগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে পাথর বোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাথর বোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং একই এলাকার হেলপার ইমরান (৩০)।
চট্টগ্রাম : গতকাল মিরসরাই বারইয়ারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহজাহান (৪১) নিহত হয়েছেন। শুক্রবার রাতে পটিয়া উপজেলার মনসা-বাদামতল এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক মোহাম্মদ আরাফতের (২৫) মৃত্যু হয়েছে। একই রাতে লোহাগাড়া আমিরাবাদ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলায় শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাকিব (২২) নামে একজন নিহত হয়েছেন।