মাদারীপুরের শিবচর উপজেলায় পাচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই লাশটি উদ্ধার করে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। অপরদিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সহিদার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের পর কোনো এক সময় চট্টগ্রামগামী (ডাউন লাইন) ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে।