গাইবান্ধায় নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে গ্রেপ্তার এবং বরখাস্তের দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। গতকাল ডিবি রোডে গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারও প্রতিবাদ জানানো হয়। এতে গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে বক্তৃতা করেন, ইদ্রিসউজ্জামান মোনা, রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, মিলন খন্দকার প্রমুখ।