কুমিল্লার মুরাদনগরে শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। উপজেলার মোচাগড়া দড়িপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক গতকাল এ তথ্য জানান। আহতরা হলেন- জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনের পেছনে কামড় দেয়। পরপর আরেক জনের পায়ে কামড়ে দেয় শিয়ালটি। এরপর দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। এলাকাবাসী রাতে ধাওয়া দিয়ে শিয়ালটি মেরে ফেলে।