জয়পুরহাটের কালাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৭ বস্তা চাল ডিলারের গুদাম থেকে বিক্রির অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের প্রাপ্য চালের পরিবর্তে সামান্য টাকা ধরিয়ে দেওয়ারও অভিযোগ করা হয়। গুদাম থেকে সেই চাল অন্য গুদামে নেওয়ার পথে আটকে দেয় জনতা। গতকাল ঝামুটপুরে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে ডিলার আশরাফ আলী, চাল ব্যবসায়ী আলী আহম্মেদ ও সোহরাব আলীকে জরিমানা করেন ইউএনও শামিমা আক্তার জাহান।