কক্সবাজারের টেকনাফের নাফ নদের নাইক্ষ্যংদিয়া মোহনায় মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। গতকাল সকালে সাগরে যাওয়ার সময় নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। জেলেরা হলেন- আবদুর রহমান (৩৮), আবুল কালাম (৪০) ও শফি আলম (১৯)। তারা সবাই শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা। এ ছাড়া মনির আহমদ নামে একজন রোহিঙ্গা জেলে আটক রয়েছেন বলে জানা গেছে। মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, আরাকান আর্মি দাবি করেছে অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়েছে।