গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা কমিটি ঘোষণার তিন দিন পর সভাপতিসহ ৫৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল নবগঠিত কমিটির সভাপতি আল আমিন সরদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘৭৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ৫৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেলের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন।’ বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন। সদ্য পদত্যাগকারী সভাপতি আল আমিন সরদার বলেন, এ কমিটিতে সাবেক যুবলীগ নেতা ও মাঠে না থাকা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে।