নারায়ণগঞ্জ-৫, জামালপুর-২, সিরাজগঞ্জ-৪, মেহেরপুর-২, দিনাজপুর-৪, সাতক্ষীরা-৩সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী পরিবর্তন দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- নারায়ণগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা বাতিলের দাবিতে এক টেবিলে বসেছেন মহানগর বিএনপিসহ অন্যান্য মনোনয়নপ্রত্যাশীরা। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে তারা সবাই একসঙ্গে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েন। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবুল কাউসার আশা প্রমুখ। তারা সবাই নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীতপ্রত্যাশী ছিলেন।
জামালপুর : জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল ইসলামপুর পৌর শহরের বটতলা মোড়ে ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিকে অবরোধ করায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে ৯৫ বছরের বয়োবৃদ্ধ এম আকবর আলীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন করা হয়েছে। গতকাল উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনে দলের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। মেহেরপুর : মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল গাংনী ফুটবল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গাংনী বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। দিনাজপুর : দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দাবি জানিয়েছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল হালিম। গতকাল দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাপড়া ব্রিজের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।