ভোলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলা ও গুলি করার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনা নদীর ভবানীপুর চর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শাজাহান মীর, মোহাম্মদ আলী ও অপূর্ব পাটোয়ারী। স্থানীয়রা জানায়, কয়েক মাস ধরে সদর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি চক্র। এতে কাচিয়া মাঝের চরের অনেক জমি মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। হাজার হাজার পরিবার ভিটামাটি হারিয়েছে। গতকাল একটি ড্রেজার দিয়ে আবারও বালু উত্তোলন করার সময় প্রশাসনকে বিষয়টি জানায় এলাকাবাসী। পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। প্রশাসনের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্পিডবোট নিয়ে এসে একদল দুর্বৃত্ত এলাকাবাসীর ওপর গুলি ও হামলা চালায়। এতে তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হন। হামলার ও গুলির কথা অস্বীকার করে অভিযুক্ত চকেট জামাল জানান, ‘তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। ওসি হাচনাইন পারভেজ জানান, ‘বালু কাটার প্রতিবাদ করায় এলাকাবাসীর ওপর গুলি ছোড়া হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’