ঝিনাইদহের মহেশপুরে সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাটাখালী পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে মেহগনি গাছ ফেলে একটি মোটরসাইকেল ও দুটি ট্রাকে ডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় তিন-চারজনের ডাকাতদল চালক এবং যাত্রীদের টাকা ও মোবাইলফোন লুটে নেয়। ওসি নজরুল ইসলাম জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।