চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেপ্তার হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : জেলায় চুরি-ডাকাতি, ছিনতাই রোধ, পলাতক আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতভর পুলিশের বিশেষ অভিযান চলছে। নাচোল, গোমস্তাপুর ও সদর থানা এলাকা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ : বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার তিনটি উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পোরশায় ১৪, নিয়ামতপুরে ৯ ও নওগাঁ সদর থানা এলাকায় দুজনসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। নওগাঁর পুলিশ সুপার শফিউল সারোয়ার বলেন, সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনা এবং জাতীয় নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান।